1. [email protected] : Muksudpur Barta : Muksudpur Barta
  2. [email protected] : support :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

মুকসুদপুরে থানা কর্তৃক জমি দখল করার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৮.৪৮ এএম
  • ৯৮ জন সংবাদটি পড়েছেন।

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী মৌজার সিএস ১০৬৯ নং দাগের ৭৯ শতাংশ জমি মুকসুদপুর থানা কর্তৃক বেআইনি ভাবে দখল করে মার্কেট নির্মানের অভিযোগ এনে ভুক্তভোগী মালিক পক্ষের লোকজন মানববন্ধন করেছে । মঙ্গলবার সকালে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে মালিক পক্ষ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এ মানববন্ধন কর্মসূচীতে ভুক্তভোগী জমির মালিকেরা অংশগ্রহন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী শরিফুল রোমান, পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু।
এ সময় পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু বলেন, ২০০৭ সালের ২০ এপ্রিল ওয়ান ইলেভেন সরকার আমাদের কিছু লোককে আটক করে এই জমি থেকে উচ্ছেদ করা হয়। এই জমিতে প্রায় ২’শ মালিক আছে। আমরা অসহায় মানুষ। এই জায়গাটি অবৈধভাবে তারা দখল করেছে। আমরা আমাদের জায়গা ফেরৎ চাই। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট এ বিষয়ে স্মারকলিপি প্রদান করবো। তবে থানার নামে বিজ্ঞ আদালতে রেকর্ড সংশোধনী একটি মামলা চলমান রয়েছে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আমাদের বাউন্ডারীর মধ্যেই আছি । আমরা কারো জমি দখল করিনি ।
# খোন্দকার রুহুল আমিন-২১.১.২০২৫ মোবাঃ ০১৭১৫১৩৬১০৯৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2014-2024
Developed by : JM IT SOLUTION